Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ অক্টোবর ২০২৪

চলমান প্রকল্প

ক্রমিক নং

প্রকল্পের নাম, অনুমোদিত চুক্তিমূল্য সম্ভাব্য COD

প্রকল্পের লোকেশন

গ্রস নেট আউটপুট

বর্তমান অবস্থা

 

 

 

 

 

০১

পটুয়াখালী ১৩২০ (৬৬০×২)

মেঃওঃ কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।

 

অনুমোদিত চুক্তিমূল্যঃ

প্রকল্পের ইপিসি চুক্তিমূল্য USD ১,৫৭৩,৬৪০,৯৯২.০০ +

BDT  ২,২০৬,৩৭৩,১৩৩.০০

 

সম্ভাব্য COD:

১ম ইউনিট মার্চ, ২০২৫ খ্রিঃ এবং

২য় ইউনিট জুন, ২০২৫ খ্রিঃ

মৌজাঃ নিশানবাড়ীয়া,

ধানখালী ও লোন্দা

ইউনিয়নঃ ধানখালী

উপজেলাঃ কলাপাড়া

জেলাঃ পটুয়াখালী।

 

 

 

গ্রস আউটপুট- ১৩২০ (৬৬০×২)

মেঃওঃ

 

নেট আউটপুট-৬২২× ২

=১২৪৪ মেঃওঃ

  • ১ম ইউনিট এর Boiler, Main Power House, PA, FD ও ID Fan, Turbine ও Generator Hall, Bunker ও Deaerator Bay, FGD, ESP সহ সকল Steel Super Structure Erection কাজ সম্পন্ন হয়েছে। Boiler, Turbine, Generator সহ মূল equipment এর installation সম্পন্ন হয়েছে । Pre-commissioning এর কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে সফলভাবে ১ম ইউনিট এর Steam Blowing সম্পন্ন হয়েছে।
  • ২য় ইউনিট এর Boiler, Main Power House, PA, FD ও ID Fan, Turbine ও Generator Hall, Bunker ও Deaerator Bay ইত্যাদি এর Steel Super Structure Erection কাজ সম্পন্ন হয়েছে ।এছাড়া FGD, ESP এর Steel Structure Erection কাজ চলমান রয়েছে। Boiler, Turbine, Generator সহ মূল equipment এর Installation এর কাজ চলমান রয়েছে।
  • এছাড়া Chimney, Central Control Building, Laboratory, Fuel Oil Tank, Water Storage & Treatment buildings, Transformer Yard ও 400 kV GIS building এর Super Structure সম্পন্ন হয়েছে। Cooling Tower, Coal Transfer Tower, Coal Yard এর Super Structure Erection কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও Sea Water Desalination ও DM water treatment, Auxiliary Boiler, Fuel Oil & Rain Water pump station, Service and Fire Fighting Water Tank, wastewater storage, FGD Absorber, Crusher House সহ বিভিন্ন Equipment এর structure এর কাজ সম্পন্ন হয়েছে।
  • Administration, Engineering Building, Multi-Purpose Hall, Workshop, Store ও Mini fire Station এর structure এর কাজ সম্পন্ন হয়েছে। Decoration এর কাজ চলমান।
  • ৭টি GSUT, SMT ও Aux. Transformer, 11kV switchgear, 400kV GIS ইকুইপমেন্ট installation সম্পন্ন হয়েছে এবং প্রিকমিশনিং ও টেস্টিং কাজ চলমান। RNPL কর্তৃক নির্মিত ৩৩/১১ কেভি সাবস্টেশন হতে ইপিসি ঠিকাদারকে Pre-Commissioning এর জন্য চাহিদা মোতাবেক বিদ্যুৎ প্রদান করা হচ্ছে, তা হতে ইতোমধ্যে সফলভাবে ১ম ইউনিট এর Steam Blowing এবং Initial Turbine Rolling সম্পন্ন হয়েছে।
  • প্রকল্পের মূল যন্ত্রপাতি ও বিভিন্ন Equipment এর Factory Inspection সম্পন্ন হয়েছে। প্রকল্পের মূল ভারি যন্ত্রপাতি এর মধ্যে Main Transformer, Boiler , Turbine , Generator, ESP, FGD, FD/ID/PA Fan, 400 kV GIS ,11 kV Switchgear, SMT, Generator Circuit Breaker সহ বাকি Equipment সমূহের অধিকাংশ মালামাল বর্তমানে প্রকল্প সাইটে স্থাপন করা হয়েছে। Auxiliary Equipment এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ ব্যাচ এর সকল Equipment এর Manufacturing সম্পন্ন হয়েছে। প্রথম ইউনিটের সব মালামাল প্রকল্প সাইটে পৌছেছে এবং স্থাপিত হয়েছে আর দ্বিতীয় ইউনিটের অধিকাংশ মালামাল প্রকল্প সাইটে পৌঁছেছে। অদ্যাবধি ২৫৪ টি Shipment সম্পন্ন হয়েছে।
  • প্রকল্প এলাকার সামগ্রিক নিরাপত্তার জন্য ১২ জন সেনাবাহিনী সদস্য, ৩০ জন পুলিশ সদস্য প্রকল্প এলাকায় সার্বক্ষণিক অবস্থান পূর্বক প্রকল্প এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করে যাচ্ছেন। আরএনপিএল কর্তৃক ৬০ জন আনসার সদস্য এবং ২২ জন বেসরকারি নিরাপত্তা প্রহরী নিয়জিত আছেন। এছাড়াও ইপিসি ঠিকাদার কর্তৃক ২০০ জন নিরাপত্তা প্রহরী নিয়জিত আছেন।
  • বর্তমানে প্রকল্প সাইট এ বিদেশি ৪৫২ জন এবং বাংলাদেশী ২০৫০ জন সহ সর্বমোট ২৫০২ জন কর্মরত রয়েছে। প্রকল্প সাইট এ Crawler Crane, Tower crane, Gantry Crane, Excavator, Trucks, Loader, Tractor, Ramming Machine, Bulldozer, Concrete Mixer, Dump truck সহ মোট ১৬৮ টি Mechanical Equipment ব্যবহৃত হচ্ছে।
  • প্রকল্পের Financial Closing সম্পন্ন হয়েছে। ইপিসি ঠিকাদারকেসহ সর্বমোট ৭৯ % payment পরিশোধ করা হয়েছে।
  • প্রকল্পের আওতায় RNPL এর ইপিসি ঠিকাদার কর্তৃক কয়লা জেটি নির্মাণ কাজ ৯৮% সম্পন্ন হয়েছে। কয়লা জেটির Structure এবং Access Bridge, cause Way এবং Coal Conveyor belt নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২টি Ship Unloader স্থাপন করা হয়েছে। Pre-commissioning এর কাজ চলমান রয়েছে।
  • Testing & Commissioning, Steam Blowing, Initial Turbine rolling ইত্যাদির জন্য এখন পর্যন্ত ২ টি শিপমেন্টে ৮১,৮৭০ মেঃ টন কয়লা আমদানি করা হয়েছে এবং চাহিদা মোতাবেক কয়লা আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। দীর্ঘ মেয়াদী (৫ বছর) কয়লা ক্রয়ের প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক দরপত্র প্রস্তুতির কাজ চলমান রয়েছে।
  • বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী পিজিসিবির পরিকল্পনাধীন আমতলী উপকেন্দ্র এর মাধ্যমে আরএনপিএল এর বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ইভাকুয়েশন এর প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। উপকেন্দ্রের পূর্ত কাজ চলমান রয়েছে এবং সঞ্চালন লাইন এর Tower Locations এর Right of way নির্মাণের জন্য সঞ্চালন লাইন এর ৫৬ টি টাওয়ার এর ইরেকশান ও ক্যাবল stringing এর কাজ সম্পূর্ণ হয়েছে।
  • আমতলী ৪০০ কেভি উপকেন্দ্রের সকল ইকুইপমেন্ট এর installation কাজ সম্পন্ন হয়েছে এবং পিজিসিবির তত্ত্বাবধানে Testing & Commissioning এর কাজ চলমান রয়েছে। অদ্যবধি, পুরো প্রকল্পের ৯৮.৫০ % কাজ সম্পন্ন হয়েছে। পায়রা- গোপালগঞ্জ ৪০০ কেভি ডাবল সার্কিট লাইনের শাটডাউন প্রাপ্তি পূর্বক LILO কানেকশন এর পরে আরএনপিএল রেডিয়াল লাইন এর মাধ্যমে ৪০০ কেভি ব্যাকফিড বিদ্যুৎ প্রাপ্তির মাধ্যমে ১ম ইউনিট এর Commissioning সম্পন্ন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। আগামী ০১ নভেম্বর ২০২৪ হতে ০৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত ৮ দিন পায়রা- গোপালগঞ্জ ৪০০ কেভি ডাবল সার্কিট লাইনের শাটডাউন প্রাপ্তির জন্য বিউবো এর সাথে আলোচনা চলমান রয়েছে।
  • প্রকল্পের ভৌত অগ্রগতি ৯০.১০ % এবং আর্থিক অগ্রগতি ৭৯ %  
  • বিদ্যুৎ কেন্দ্রটিকে জাতীয় গ্রিডে সংযুক্তির জন্য আগামী ০১ নভেম্বর ২০২৪ হতে ০৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত ৮ দিন পায়রা- গোপালগঞ্জ ৪০০ কেভি ডাবল সার্কিট লাইনের শাটডাউন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটির ১ম ইউনিট (৬৬০ মেঃওঃ) মার্চ, ২০২৫ খ্রিঃ এবং ২য় ইউনিট (৬৬০ মেঃওঃ) অর্থাৎ সম্পূর্ণ ১৩২০ মেঃওঃ জুন, ২০২৫ খ্রিঃ এ বাণিজ্যিক ভিত্তিতে চালু করা সম্ভব হবে।

সহযোগী প্রকল্পঃ ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং পূনর্বাসন প্রকল্প এর সেপ্টেম্বর, ২০২ পর্যন্ত সময়ের অগ্রগতি নিম্নরূপঃ

  • প্রকল্পটি জুলাই, ২০২২ খ্রিঃ এ সমাপ্ত হয়েছে।

০২

ময়মনসিংহ ৩৬০ (°১০%) মেঃওঃ ডুয়েল ফুয়েল   (গ্যাস/এইচএসডি) কম্বাইড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র  নির্মাণ প্রকল্প।

অনুমোদিত চুক্তিমূল্যঃ

১৯৫৭.৮৮ কোটি টাকা

সম্ভাব্য COD: জুন, ২০২৫

 

 

লালকুঠি দরবার শরীফ, শম্ভুগঞ্জ,

ময়মনসিংহ-২২০০

নেট আউটপুট-

 

 গ্যাস: ৪২০ মেঃওঃ

 এইএসডি:৩৭৫ মেঃওঃ

 

  • বিদ্যুৎ বিভাগের প্রশাসনিক অনুমোদনক্রমে ময়মনসিংহ জেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নে ১৬.৫ একর ভূমি আরপিসিএল এর নিজস্ব অর্থায়নে অধিগ্রহণ ও উন্নয়ন কাজ সম্পাদন করা হয়েছে।
  • গত ৩১ অক্টোবর ২০১৯ খ্রিঃ তারিখে হারবিন ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড (HEI), চীন এর সাথে ইপিসি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তি কার্যকর এর তারিখ ১২ জানুয়ারী ২০২২ খ্রিঃ।
  • বাউন্ডারি ওয়াল ও এমব্যাংকমেন্ট স্লোপের সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়েছে।
  • গ্যাস টারবাইন হলের  সুপার-স্ট্রাকচার(ষ্টীল স্ট্রাকচার ইরেকশন) এর কাজ চলমান রয়েছে, ষ্টিম টারবাইন হলের আন্ডার গ্রাউন্ড ফেসিলিটি  (কন্ডেন্সার পিট, সার্কুলেটিং পিট এবং এক্সট্রাক্সশন পাম্প পিট) ফাউন্ডেশন সম্পন্ন হয়েছে, ST এবং STG ফাউন্ডেশন (ম পর্বের) ঢালাই সম্পন্ন হয়েছে এবং ST হল পাইল ক্যাপ এর কাজ চলমান রয়েছে।
  •  এইচএসডি ওয়েল স্টোরেজ ট্যাংক এর ফাউন্ডেশন এর কাজ সম্পন্ন, হাই ডেনসিটি সেডিমেন্টেশন, কম্প্রিহেন্সিভ ট্যাংক ও পাম্প রুম সহ সংশ্লিষ্ট ট্যাংক(ডেমিন ওয়াটার ট্যাংক, আল্ট্রা ফিল্টার ওয়াটার ট্যাংক ) সমুহের ফাউন্ডেশন, কেমিকেল ডোজিং স্টেশন ফাউন্ডেশন, ফোম স্টোরেজ ট্যাংক ফাউন্ডেশন, মাল্টি ভয়েড মিডিয়া ফিল্টার ফাউন্ডেশন, কুলিং ওয়াটার পাম্প স্টেশন এর ফাউন্ডেশন ও কুলিং ওয়াটার পাম্প সুইচ গিয়ার রুমের ফাউন্ডেশন এর কাজ সম্পন্ন, মেকানিক্যাল স্ট্রিং ক্লারিফায়ার এর ফাউন্ডেশন কাজ  চলমান।
  • ওয়ার্কশপ ও ওয়্যারহাউজ বিল্ডিং, কেমিক্যাল ল্যাবরেটরি ও ওয়াটার ট্রিটমেন্ট বিল্ডিংপাওয়ার আইল্যান্ড সুইচগিয়ার বিল্ডিং, কন্ট্রোল বিল্ডিং ও প্রশাসনিক ভবনের সুপার-স্ট্রাকচার এর কাজ  চলমান। ডরমিটরি বিল্ডিং এর সুপার-স্ট্রাকচার ও আর্কিটেকচার ফিনিশিং কাজ ও ফায়ার এক্সিট স্টীল স্টেয়ারের ইরেকশন-ফ্যাব্রিকেশন এর কাজ সম্পন্ন হয়েছে।
  • স্টেপ-আপ ট্রান্সফরমারসহ অন্যান্য ট্রান্সফরমার এর ফাউন্ডেশন এর কাজ সম্পন্ন হয়েছে, ফায়ার ওয়াল এর কাজ চলমান রয়েছে। ১৩২ কেভি সাবস্টেশনের পাইলিং এর কাজ সম্পন্ন।
  • গ্যাস টারবাইন মেইন বডি, বেইস মডিউল ও ডুয়েল ফুয়েল মডিউল, গ্যাস টারবাইন জেনারেটর, জেনারেটর কুলার ফাউন্ডেশন বেস এর উপর ইন্সটলেশনের জন্য  স্থাপন করা হয়েছে ।এইচআরএসজি ষ্টীল স্ট্রাকচার ইন্সটলেশনের কাজ, মেইন স্ট্যাক ফেব্রিকেশন এর কাজ, বাইপাস স্ট্যাক ষ্টীল স্ট্রাকচার ইন্সটলেশনের কাজ, ডাইভার্টেড ড্যাম্পার ইন্সটলেশনের কাজ কাজ চলমান রয়েছে।কুলিং টাওয়ার স্ট্রাকচারাল বিম ও কলাম ইন্সটলেশনের কাজ, ওয়াটার ডিস্ট্রিবিউশান পাইপলাইন, কুলিং টাওয়ার ফ্যান মোটর, মোটর বেস ইন্সটলেশনের কাজ, পার্টিশান বোর্ড  ইন্সটলেশন ও কুলিং ওয়াটার পাম্প এর মেইন বেস প্লেট ইন্সটলেশনের   কাজ  চলমান রয়েছে।
  • মেজর আইটেম সহ অন্যান্য ইকুইপমেন্ট এর  Purchase Order (PO) ইস্যু করা হয়েছে। গ্যাস টারবাইন ও জেনারেটর এবং ষ্টিম টারবাইন ও জেনারেটর এর শিপমেন্ট সম্পন্ন হয়েছে। ষ্টীম টারবাইন অক্সিলিয়ারিস, জিটি বাইপাস স্ট্যাক ও অক্সিলিয়ারিস, এইচআরএসজি এর ষ্টিল স্ট্রাকচার, স্ট্রাকচারাল ষ্টিল, হাইড্রলিক ডাইভার্টেড ড্যাম্পার, মটর অপারেটেড গুইলোটিন ড্যাম্পার, ইন্সট্রুমেন্ট কন্ট্রোল ফেসিলিটিস, ১৩২ কেভি ক্যাবল প্রকল্প সাইটে নদী পথে এসে পৌছেছে এবং সাইটে আনলোডিং এর কাজ সম্পন্ন হয়েছে। এইচআরএসজি মডিউল ও ড্রাম, স্টেপ আপ ট্রান্সফরমার, ইউনিট অক্সিলিয়ারি ট্রান্সফরমার ,স্টার্ট আপ / রিভার্স ট্রান্সফরমার ,ফুয়েল স্টোরেজ ট্যাংক এবং কন্ট্রোল ফেসিলিটি ও অক্সিলারি ইকুপমেন্ট সমূহ এর শিপমেন্ট কাস্টম ক্লিয়ারেন্স এর কাজ সম্পন্ন করে প্রকল্প সাইটে নদী ও সড়ক পথে এসে পৌছেছে এবং সাইটে আনলোডিং এর কাজ কাজ সম্পন্ন হয়েছে, শুধুমাত্র এইচআরএসজি মডিউল ও ড্রাম সাইটে আনলোডিং এর কাজ চলমান রয়েছে ।
  • আর্থিক অগ্রগতিঃ ৭০.৩৩% (টাকা ১৩৭৬৪৮.৮৭ লক্ষ) (সেপ্টেম্বর-২০২৪ পর্যন্ত) এবং ভৌত অগ্রগতিঃ ৫৭.০০%।

০৩

ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প

অনুমোদিত চুক্তিমূল্যঃ

৫৫৩.১৬৪৮ কোটি টাকা

প্রকল্প সমাপ্তির তারিখ: জুন, ২০২৫

 

উপজেলাঃ শ্রীপুর

জেলাঃ গাজীপুর।

 

উপজেলাঃ ময়মনসিংহ সদর,ত্রিশাল,ভালুকা

জেলাঃ ময়মনসিংহ।

 

-

  • ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ”শীর্ষক প্রকল্পের ডিপিপিটি প্রাক্কলিত ব্যয় ৫৫৩.১৬৪৮ (পাঁচশত তিপান্ন কোটিষোল লক্ষ আটচল্লিশ হাজার ) (জিওবি ৪১৮.৫৯৭৪ কোটি এবং সংস্থার অর্থায়ন ১৩৪.৫৬৭৪কোটি) টাকা এবং জুলাই ২০২২ হতে জুন ২০২৫ খ্রি: মেয়াদে বাস্তবায়নের নিমিত্ত গত১৯.০৭.২০২২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদিত হয়েছে।
  • গত ১৭.০৪.২০২৩ খ্রিঃ তারিখে ময়মনসিংহ অংশের অধিগ্রহণ হুকুমদখলতব্য ভূমির এল. কেস নম্বর জারি হয়েছে
  • গত ০৫.০৬.২০২৩ খ্রিঃ তারিখে প্রকল্পের গাজীপুর অংশের .১৬৯০ একর অধিগ্রহণতব্য ভূমির বিপরীতে এল. কেইস নম্বর ০৩/২০২২-২৩ রুজু করা হয়েছে
  • গত ২৮.০৮.২০২৩ খ্রি তারিখ হতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর তত্ত্বাবধানে  গাজীপুর অংশের যৌথ বিবরণী তৈরীর কাজ শুরু হয় এবং ১২/১১/২০২৩ খ্রিঃ তারিখ শেষ হয়
  • গত ১২.১১.২০২৩ খ্রিঃ তারিখে ময়মনসিংহ সদর অংশের অধিগ্রহণতব্য হুকুমদখলতব্য ভূমির ধারা নোটিশ জারি করা হয়
  • গত ০৬.১২.২০২৩ খ্রিঃ তারিখে ত্রিশাল অংশের অধিগ্রহণতব্য ও হুকুমদখলতব্য ভূমির ৪ ধারা নোটিশ জারি করা হয়।
  • গত ১১.১২.২০২৩ খ্রিঃ তারিখ হতে ময়মনসিংহ সদর অংশের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর তত্ত্বাবধানে  যৌথ তদন্তের কাজ শুরু হয়। বর্তমানে যৌথ তদন্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
  • গত ১৫.০১.২০২৪ খ্রিঃ তারিখ হতে ত্রিশাল অংশের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর তত্ত্বাবধানে  যৌথ তদন্তের কাজ শুরু হয়েছে। বর্তমানে যৌথ তদন্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
  • গত ২১.০৪.২০২৪ খ্রিঃ তারিখে ভালুকা অংশের অধিগ্রহণতব্য ও হুকুমদখলতব্য ভূমির ৪ ধারা নোটিশ জারি করা হয়েছে।
  • গত ২১.০৪.২০২৪ খ্রিঃ তারিখে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও কানুনগো, সার্ভেয়ার সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীগন কর্তৃক ভূমি হুকুমদখলের নিমিত্ত সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে।
  • গত ০৬.০৫.২০২৪ খ্রিঃ তারিখ হতে ভালুকা অংশের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর তত্ত্বাবধানে  যৌথ তদন্তের কাজ শুরু হয় এবংগত ০৩.০৭.২০২৪ খ্রিঃ তারিখে ভালুকা অংশের যৌথ তদন্তের কাজ শেষ হয়েছে।
  • গত ১৩.০৫.২০২৪ খ্রিঃ তারিখে গাজীপুর অংশের অধিগ্রহণতব্য ও হুকুমদখলতব্য ভূমির ৪ ধারা নোটিশ জারি করা হয়েছে।
  • গত ৩০.০৫.২০২৪ খ্রিঃ তারিখে গাজীপুর জেলার ভূমি বরাদ্দ কমিটির সভায় প্রস্তাবিত হুকুমদখলতব্য ১৯.৬৫৭৮ একর ভূমি অনুমোদিত হয়েছে।
  • গত ০৪.০৭.২০২৪ খ্রিঃ তারিখে প্রকল্পের গাজীপুর অংশের ১৯.৬৫৭৮ একর হুকুমদখলতব্য ভূমির বিপরীতে এল. কেইস নম্বর ০২/২০২৪-২৫ রুজু করা হয়েছে
  • গত ০৩.০৯.২০২৪ খ্রিঃ তারিখে ত্রিশাল অংশের যৌথ তদন্তের কাজ শেষ হয়েছে।
  • জিটিসিএল কর্তৃক পাইপলাইন নির্মাণ সামগ্রী ক্রয়ের নিমিত্ত ৬ টি প্যাকেজ এর মধ্যে ৫ টি প্যাকেজের চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ৩০.০১.২০২৪ খ্রিঃ তারিখে  অবশিষ্ট একটি  প্যাকেজের আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহবান করা হয়েছে।  মূল্যায়ন কাজ সমাপ্ত হয়েছে। বর্তমানে চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।
  • কার্যের ৮ টি প্যাকেজের মধ্যে Soil and Sub-surface investigation কার্যটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং গত ৩০.০১.২০২৪ খ্রিঃ তারিখে  এইচডিডি পদ্ধতিতে ৮০০ মি. নদী ক্রসিং কার্যটির আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহবান করা হয়েছে। মূল্যায়ন কাজ সমাপ্ত হয়েছে। বর্তমানে চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।
  • গত ১১.০৬.২০২৪ খ্রিঃ তারিখে লাইন পাইপের জন্য প্রয়োজনীয় সকল প্রকার ভাল্ব চীন হতে চট্টগ্রাম বন্দরে এসে পৌছেছে।
  • গত ২১.০৬.২০২৪ খ্রিঃ তারিখে লাইন পাইপ সামগ্রী ভারত হতে চট্টগ্রাম বন্দরে এসে পৌছেছে।
  • বর্তমানে মালামালসমূহ জিটিসিএল এর স্টোরে সংরক্ষিত আছে।
  • সেপ্টেম্বর২০২৪ খ্রিঃ পর্যন্ত প্রকল্পের ক্রমপুঞ্জীভূত ভৌত অগ্রগতি ৪৫.৬৬% আর্থিক অগ্রগতি ৫২.৫০%

০৪

জামালপুর  জেলার মাদারগঞ্জে  ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ

অর্থায়নঃ LoC-III, আরপিসিএল ও জিওবি

অনুমোদিত চুক্তিমূল্যঃ

১৫১১৭৯.৩৬ লক্ষ টাকা

১ম সংশোধিত ডিপিপি অনুযায়ী মোট ব্যয়ঃ ১৫১০১৬.৩৭ লক্ষ টাকা

সম্ভাব্য COD: ডিসেম্বর, ২০২৫

 

মৌজা- কাইজার চর ইউনিয়ন- জোড়খালী

উপজেলা- মাদারগঞ্জ

জেলা- জামালপুর।

 

 

নেট আউটপুট- ১১০ মেঃওঃ

  • জামালপুর জেলার মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এর জন্য গত ৩০.০৫.২০২১ খ্রিঃ তারিখে প্রকল্পের ৩২৫.৬৫৩৬ একর ভূমির লীজ দলিল এবং রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
  • প্রকল্পের ডিপিপি গত ১০ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখে একনেকে অনুমোদিত হয়েছে। প্রকল্পের মেয়াদকাল ০১ সেপ্টেম্বর ২০২১ থেকে ৩১ আগস্ট ২০২৪।  পরবর্তীতে ডিপিপি সংশোধন করা হয়। ১ম সংশোধিত ডিপিপি অনুযায়ী প্রকল্পের মেয়াদকাল ০১ সেপ্টেম্বর ২০২১ থেকে ৩১ আগস্ট ২০২৫।
  • গত ২২.০২.২০২৩ খ্রিঃ তারিখে Khokan Construction & Engineering Ltd এর সাথে প্রকল্পের পুনর্বাসন কাজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঠিকাদার কর্তৃক পুনর্বাসন এলাকার বাঁধ নির্মাণ ও ভূমি উন্নয়ন কাজ শেষ করা হয়েছে। ঠিকাদার কর্তৃক পুনর্বাসন এলাকার বাঁধ নির্মাণ ও ভূমি উন্নয়ন কাজ শেষ করা হয়েছে। এ পর্যন্ত ৮৮ টি বাড়ির মধ্যে ৮৬ টি বাড়ির সাব-স্ট্রাকচার এর কাজ শেষ হয়েছে। ৩৯ টি বাড়ির টিন লাগানো, ১৬ টি বাড়ির ইলেকট্রিক্যাল এবং ৩০ টি বাড়ির প্ল্যাম্বিং এর কাজ সম্পন্ন হয়েছে। 
  • সৌর বিদ্যুৎ প্রকল্পের ইপিসি ঠিকাদার হিসেবে Amara Raja Infra Private Limited in JV with Premier Solar Powertech Private Limited (Amara Raja - Premier Solar JV) এর সাথে গত ১০.০৬.২০২৩ খ্রিঃ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঠিকাদার কর্তৃক ড্রয়িং-ডিজাইন, বাঁধ নির্মাণ ও ভূমি উন্নয়ন কাজ চলমান। ইতোমধ্যে ঠিকাদার কর্তৃক ৫০ মেঃওঃ সোলার প্যানেল শিপমেন্ট করা হয়েছে।
  • প্রকল্পের ১৩২ কেভি ট্রান্সমিশন লাইন নির্মাণ কাজের ইপিসি ঠিকাদার হিসেবে “JVCA of XEEC-WPS” এর সাথে গত ১৫.০৬.২০২৩ খ্রি: তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পিজিসিবি কর্তৃক ট্রান্সমিশন লাইনের রুট অনুমোদিত হয়েছে। ডিটেইল ড্রয়িং-ডিজাইন প্রণয়ন ও অনুমোদনের কাজ চলমান। ঠিকাদার কর্তৃক ১৫৬টি টাওয়ারের মধ্যে ৮২ টি টাওয়ার পাইলিং এর কাজ শেষ হয়েছে।
  • সেপ্টেম্বর, ২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত প্রকল্পের ক্রমপুঞ্জিতভূত আর্থিক অগ্রগতি ২৬.৭৬% এবং ক্রমপুঞ্জিতভূত ভৌত অগ্রগতি ৪৫.২১%।

০৫

গজারিয়া ৬০০ মেঃওঃ কম্বাইড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র  প্রকল্প (ফেজ -১)

সম্ভাব্য COD: ডিসেম্বর, ২০৩৪

মৌজাঃ ষোলআনী

ও দৌলতপুর ইউনিয়নঃ ইমামপুর

উপজেলাঃ গজারিয়া জেলাঃ মুন্সিগঞ্জ।

 

৬০০

মেঃওঃ

 

 

  • গজারিয়া ৬০০ মেঃওঃ কম্বাইড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র  নির্মানের লক্ষ্যে ২৫৪.০১ একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে।
  • অধিগ্রহণকৃত ২৫৪.০১ একর Land Development, Embankment and Earth Protection এর  কাজ সম্পন্ন হয়েছে।
  • প্রকল্পের Feasibility Study এবং IEE Study সম্পন্ন হয়েছে।
  • বিদ্যুৎ বিভাগ কর্তৃক পিডিপিপি প্রক্রিয়াকরণের নিমিত্ত পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগে প্রেরণ করা হয়েছে।
  • গত ০৬ আগস্ট ২০১৮ খ্রিঃ তারিখে পেট্রোবাংলা কর্তৃক শর্ত সাপেক্ষে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের সম্মতি প্রদান করা হয়েছে।
  • গত ২৮ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখে পিজিসিবি হতে ২৩০ কেভিতে পাওয়ার ইভাকুয়েশনের সম্মতি গ্রহণ করা হয়েছে।

০৬

গজারিয়া ৫০ মেঃওঃ সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট

সম্ভাব্য COD: জুন-২০২৭

 

 

মৌজাঃ ষোলআনী

ও দৌলতপুর ইউনিয়নঃ ইমামপুর

উপজেলাঃ গজারিয়া জেলাঃ মুন্সিগঞ্জ।

  ৫০ মেঃওঃ

 

 

  • গজারিয়া ৫০ মেঃওঃ সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
  • বিদ্যুৎ বিভাগ কর্তৃক পিডিপিপি প্রক্রিয়াকরণের নিমিত্ত পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগে প্রেরণ করা হয়েছে।
  • গত ২৮ এপ্রিল, ২০২২ খ্রিঃ তারিখে পিজিসিবি হতে ১৩২ কেভিতে পাওয়ার ইভাকুয়েশনের সম্মতি গ্রহণ করা হয়েছে।
  • পরামর্শক প্রতিষ্ঠান দ্বারা প্রকল্পের Detailed Feasibility Study, IEE, ESIA and  Route Survey, LAP & RAP Study for 132 kV Transmission Line স্টাডিসমূহের কাজ সম্পন্ন হয়েছে।
  • ২০২৪-২০২৫ অর্থবছরের অননুমোদিত প্রকল্প তালিকায় (সবুজ পাতা) প্রকল্পটি অন্তর্ভুক্ত রয়েছে।

০৭

পটুয়াখালী ১০০ মেঃওঃ সোলার পাওয়ার প্ল্যান্ট

সম্ভাব্য COD: ডিসেম্বর, ২০২৭

 

মৌজাঃ নিশানবাড়ীয়া,

ধানখালী ও লোন্দা

ইউনিয়নঃ ধানখালী

উপজেলাঃ কলাপাড়া

জেলাঃ পটুয়াখালী।

 

১০০ মেঃওঃ

 

 

  • World Bank কর্তৃক প্রকল্পের Pre-Feasibility Study সম্পন্ন করা হয়েছে।
  • গত ২৬ মে, ২০২৪ খ্রিঃ তারিখে প্রকল্পের পিডিপিপি পরিকল্পনা কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে। অর্থায়নের জন্য ইআরডি-তে প্রেরণ করা হয়েছে।
  • গত ০৬ জুন, ২০২৪ খ্রিঃ তারিখে পিজিসিবি হতে পাওয়ার ইভাকুয়েশনের সম্মতি গ্রহণ করা হয়েছে।
  • আরপিসিএল এর নিজস্ব অর্থায়নে Detailed Feasibility সহ অন্যান্য  Study সম্পন্ন করার জন্য Consulting Firm নিয়োগের নিমিত্ত গত ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিঃ তারিখে short listed Consulting Firm এর অনুকূলে RFP Document issue করা হয়েছে।
  • ২০২৪-২০২৫ অর্থবছরের অননুমোদিত প্রকল্প তালিকায় (সবুজ পাতা) প্রকল্পটি অন্তর্ভুক্ত রয়েছে।

০৮

পটুয়াখালী ৫০ (°১০%) মেঃওঃ বায়ু বিদ্যুৎ কেন্দ্র

সম্ভাব্য COD: ডিসেম্বর,২০২৮

 

মৌজাঃ নিশানবাড়ীয়া,

ধানখালী ও লোন্দা

ইউনিয়নঃ ধানখালী

উপজেলাঃ কলাপাড়া

জেলাঃ পটুয়াখালী।

 

৫০ মেঃওঃ

  • কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণকৃত ৯২১.৭৪ একর ভূমির আংশিক এই প্রকল্পের জন্য ব্যবহৃত হবে।
  • প্রকল্পের Pre-Feasibility Study সম্পন্ন হয়েছে।
  • বিদ্যুৎ বিভাগ কর্তৃক পিডিপিপি প্রক্রিয়াকরণের নিমিত্ত পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগে প্রেরণ করা হয়েছে।
  • গত ০৬ জুন, ২০২৪ খ্রিঃ তারিখে পিজিসিবি হতে পাওয়ার ইভাকুয়েশনের সম্মতি গ্রহণ করা হয়েছে।
  • ২০২৪-২০২৫ অর্থবছরের অননুমোদিত প্রকল্প তালিকায় (সবুজ পাতা) প্রকল্পটি অন্তর্ভুক্ত রয়েছে।