Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ এপ্রিল ২০২৪

চলমান প্রকল্প

ক্রমিক নং

প্রকল্পের নাম

স্থান

ক্ষমতা

বর্তমান অবস্থা

০১

পটুয়াখালী ১৩২০ (৬৬০x২)

মেঃওঃ কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।

জেলাঃ পটুয়াখালী,

উপজেলাঃ কলাপাড়া

ইউনিয়নঃ

ধানখালী

মৌজাঃ নিশানবাড়ীয়া,

ধানখালী ও

লোন্দা।

জমির পরিমানঃ

৯১৫.৭৪ একর।

৬৬০x২ =১৩২০

মেঃওঃ

প্রকল্প বাস্তবায়ন কাজের স্থির চিত্র দেখতে ক্লিক করুন 

1.  Documentary Part I                  2.  Documentary Part II

ক্রমিক

বিবরণ

মূল প্রকল্পঃ পটুয়াখালী ১৩২০ (২×৬৬০) মেঃওঃ কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প

০১.

  • ১ম ইউনিট এর Boiler, Main Power House, PA, FD ও ID Fan, Turbine ও Generator Hall, Bunker ও Deaerator Bay, FGD, ESP এর Steel Super Structure Erection, কাজ সম্পন্ন হয়েছে। Boiler, Turbine, Generator সহ মূল equipment এর installation সম্পন্ন হয়েছে । Pre-commissioning এর কাজ চলমান রয়েছে।
  • ২য় ইউনিট এর Boiler, Main Power House, PA, FD ও ID Fan, Turbine ও Generator Hall, Bunker ও Deaerator Bay এর Steel Super Structure Erection কাজ সম্পন্ন হয়েছে ।এছাড়া FGD, ESP এর Steel Structure Erection কাজ চলমান রয়েছে। Boiler, Turbine, Generator সহ মূল equipment এর কাজ চলমান রয়েছে।
  • এছাড়া Chimney, Central Control Building, Laboratory, Fuel Oil Tank, Water Storage & Treatment buildings, Transformer Yard ও 400 kV GIS building এর Super Structure সম্পন্ন হয়েছে। Cooling Tower, Coal Transfer Tower, Coal Yard এর Super Structure Erection কাজ চলমান। এছাড়াও Sea Water Desalination ও DM water treatment, Auxiliary Boiler, Fuel Oil & Rain Water pump station, Service and Fire Fighting Water Tank, Regular & Irregular wastewater storage basin, FGD Absorber, Crusher House সহ বিভিন্ন Equipment এর structure এর কাজ সম্পন্ন হয়েছে।
  • Administration, Engineering Building, Multi-Purpose Hall, Workshop, Store ও Mini fire Station এর structure এর কাজ সম্পন্ন হয়েছে। Decoration এর কাজ চলমান।
  • GSUT, 11kV switchgear, SMT Transformer, Condensate Water Inverter System installation চলমান রয়েছে। GIS installation সম্পন্ন হয়েছে। RNPL কর্তৃক নির্মিত ৩৩/১১ কেভি সাবস্টেশন হতে ইপিসি ঠিকাদারকে Pre-Commissioning এর জন্য চাহিদা মোতাবেক বিদ্যুৎ প্রদান করা হচ্ছে।.
 

যন্ত্রপাতি ও মালামাল হ্যান্ডলিং এর জন্য জেটি এবং জেটি হতে প্ল্যান্ট পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

০৩.

প্রকল্পের মূল যন্ত্রপাতি ও বিভিন্ন Equipment এর Factory Inspection সম্পন্ন হয়েছে। প্রকল্পের মূল ভারি যন্ত্রপাতি এর মধ্যে Main Transformer, Boiler , Turbine , Generator, ESP, FGD, FD/ID/PA Fan, 400 kV GIS ,11 kV Switchgear, SMT, Generator Circuit Breaker সহ বাকি Equipment সমূহের অধিকাংশ মালামাল বর্তমানে প্রকল্প সাইটে স্থাপন করা হয়েছে। Auxiliary Equipment এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ ব্যাচ এর সকল Equipment এর Manufacturing সম্পন্ন হয়েছে। প্রথম ইউনিটের সব মালামাল প্রকল্প সাইটে পৌছেছে আর দ্বিতীয় ইউনিটের মালামাল এর শিপিং (যেমনঃ ESP Control Cabinet, Equipment of Coal Handling System, Turbine Auxiliaries, Coal Shed Steel Structure, Auxiliaries of 400kV Substation,Coal Jetty Steel Structure, Generator CT, Generator Busbar, HVAC items, FGD auxiliaries ইত্যাদি) চলমান রয়েছে। অদ্যাবধি ২২৮ টি Shipment সম্পন্ন হয়েছে।

০৪.

প্রকল্প এলাকার বিদেশী লোকবলের সুরক্ষার জন্য পুনর্বাসন এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প এর কাজ সম্পন্ন  হয়েছে  এবং ৩৮ জন পুলিশ সদস্য অস্থায়ি ক্যাম্প এ বসবাস পূর্বক প্রকল্প এর সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে। এছাড়াও ৫৪ জন সশস্ত্র আনসার মোতায়ন রয়েছে।

০৫.

বর্তমানে প্রকল্প সাইট এ বিদেশি ১,৪২৫ জন এবং বাংলাদেশী ৬,৯২২ জন সহ সর্বমোট ৮,৩৪৭ জন কর্মরত রয়েছে। প্রকল্প সাইট এ Crawler Crane, Tower crane, Gantry Crane, Excavator, Trucks, Loader, Tractor, Ramming Machine, Bulldozer, Concrete Mixer, Dump truck সহ মোট ২২৫ টি Mechanical Equipment ব্যবহৃত হচ্ছে।

০৬.

প্রকল্পের Financial Closing সম্পন্ন হয়েছে। ইপিসি ঠিকাদারকে ৮ম payment সহ সর্বমোট ৭০.১০ % পরিশোধ করা হয়েছে।

০৭.

প্রকল্পের আওতায় RNPL এর ইপিসি ঠিকাদার কর্তৃক কয়লা জেটি নির্মাণ কাজ ৯০% সম্পন্ন হয়েছে। কোল জেটির Structure এর কাজ চলমান এবং Access Bridge, cause Way এবং Coal Conveyor belt নির্মাণ কাজ চলমান রয়েছে। ২টি Ship Unloader স্থাপন করা হয়েছে।

০৮.

  • বিদ্যুৎ বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে গত ১১.০৯.২০২২ খ্রিঃ এ অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী পিজিসিবির পরিকল্পনাধীন আমতলী উপকেন্দ্র এর মাধ্যমে আরএনপিএল এর বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ইভাকুয়েশন এর প্রকল্পের কাজ শুরু করেছে। উপকেন্দ্রের পূর্ত কাজ চলমান রয়েছে এবং সঞ্চালন লাইন এর Tower Locations এর Right of way নির্মাণের জন্য সঞ্চালন লাইন ৫৬ টি টাওয়ার এর ইরেকশান কাজ সম্পূর্ণ হয়েছে, ক্যাবল stringing এর কাজ চলমান রয়েছে। LILO shutdown এর জন্য BPDB, PGCB এর সাথে আলোচনা চলমান রয়েছে। আমতলী ৪০০ কেভি উপকেন্দ্রের HPI, CT, CB, CVT-1, CVT-2, LPI, Gantry Structure ইত্যাদি এর ফাউন্ডেশনের কাজ সম্পন্ন হয়েছে। অদ্যবধি, পুরো প্রকল্পের ৯০ % কাজ সম্পন্ন হয়েছে। আমতলী উপকেন্দ্র এর Testing ও Commissioning এর কাজ চলমান রয়েছে।

০৯.

প্রকল্পের ভৌত অগ্রগতি ৮৩.৫০ % এবং আর্থিক অগ্রগতি ৭০.১০ %।

১০.

প্রকল্পটির ৬৬০ মেঃওঃ ১ম ইউনিট জুন,২০২৪ এবং ৬৬০ মেঃওঃ ২য় ইউনিট অর্থাৎ ১৩২০ মেঃওঃ অক্টোবর, ২০২৪ খ্রিঃ এ চালু হবে।

সহযোগী প্রকল্পঃ ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং পূনর্বাসন প্রকল্প এর মার্চ, ২০২ পর্যন্ত সময়ের অগ্রগতি নিম্নরূপঃ

০১.

প্রকল্পটি জুন, ২০২২ খ্রিঃ এ সমাপ্ত হয়েছে।

০২

ময়মনসিংহ ৩৬০ (°১০%) মেঃওঃ ডুয়েল ফুয়েল   (গ্যাস/এইচএসডি) কম্বাইড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র  নির্মাণ প্রকল্প।

 

 

শম্ভুগঞ্জ,

ময়মনসিংহ

৪২০ মেঃওঃ

প্রকল্প বাস্তবায়ন কাজের স্থির চিত্র দেখতে ক্লিক করুন

  • বিদ্যুৎ বিভাগের প্রশাসনিক অনুমোদনক্রমে ময়মনসিংহ জেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নে ১৬.৫ একর ভূমি আরপিসিএল এর নিজস্ব অর্থায়নে অধিগ্রহণ ও উন্নয়ন কাজ সম্পাদন করা হয়েছে।
  • গত ৩১ অক্টোবর ২০১৯ খ্রিঃ তারিখে হারবিন ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড (HEI), চীন এর সাথে ইপিসি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তি কার্যকর এর তারিখ ১২ জানুয়ারী ২০২২ খ্রিঃ।
  • প্রকল্পের Topographical Survey ও Detail Geotechnical Investigation সম্পন্ন করা হয়েছে।
  • Basic Design সম্পন্ন করা হয়েছে। Detail Design এর প্রক্রিয়া চলমান রয়েছে।
  • Batching plant Unit-1 & Unit-2 স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।
  • Slope protection ও Boundary wall এর কাজ সম্পন্ন হয়েছে।
  • ডরমিটরি বিল্ডিং এর Superstructure ও Architecture এর কাজ চলমান রয়েছে।
  • GT&GTG Base এর  Foundation এর কাজ সম্পন্ন হয়েছে। GT hall এর foundation এর কাজ চলমান রয়েছে।
  • ST&STG base এর Piling এর কাজ সম্পন্ন হয়েছে।
  • Bypass Stack & HRSG Foundation এর কাজ সম্পন্ন হয়েছে, Main Stack Foundation & pedestal column এর কাজ চলমান রয়েছে।
  • HSD Oil Tank-1&2 এর Foundation এর কাজ সম্পন্ন হয়েছে।
  • ST Excitation Transformer and SEE & SFC Transformer Room Piling এর কাজ সম্পন্ন হয়েছে।
  • Power Island Switchgear building Foundation এর কাজ সম্পন্ন হয়েছে।
  • Cooling Tower Piling এর কাজ সম্পন্ন হয়েছে।
  • CCR & Administration building ও Workshop & ware house building এর Foundation এর কাজ চলমান রয়েছে।
  • Heavy Equipment পরিবহনের জন্য জেটি নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
  • গ্যাস টারবাইন ও ষ্টিম টারবাইন জেনারেটর এর শিপমেন্ট সম্পন্ন হয়েছে। ষ্টিম টারবাইন জেনারেটর (রোটর ও স্টেটর পার্ট) বার্জ হতে সাইটে আনলোড সম্পন্ন হয়েছে এবং গ্যাস টারবাইন ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি বার্জ হতে সাইটে আনলোডের কাজ  সম্পন্ন হয়েছে ।
  • প্রকল্পের ভৌত অগ্রগতি ৩২% এবং আর্থিক অগ্রগতি ৩৫.০৭%।

০৩

ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প

জেলাঃ গাজীপুর, ময়মনসিংহ

উপজেলাঃ শ্রীপুর, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ সদর

 

 

  • গত ১১.০১.২০২৩ খ্রিঃ তারিখে গাজীপুর জেলার এডিসি রেভিনিউ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার ইউএনও, এ্যাসিল্যন্ড, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, এল.এ শাখার সার্ভেয়ারসহ অন্যান্য কর্মকর্তা কর্তৃক গাজীপুর অংশের সাইট পরিদর্শনপূর্বক সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে।
  • গত ১৬.০১.২০২৩ খ্রিঃ তারিখে ময়মনসিংহ জেলা প্রশাসক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমি বরাদ্দ কমিটির সভায় ময়মনসিংহ অঞ্চলের আরপিসিএল এর ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং অধিগ্রহণ ও হুকুমদখলতব্য ভূমির এল.এ কেস নম্বর (০৯/2022-23,10/2022-23,11/2022-23,12/2022-23,13/2022-23,14/2022-23) জারি হয়েছে।
  • গত ২৮.০২.২০২৩ খ্রিঃ তারিখে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি বরাদ্দ কমিটির সভায় প্রকল্পের গাজীপুর অংশের ভূমির অধিগ্রহণ প্রস্তাব অনুমোদিত হয়েছে।
  • গত ২৮.১১.২০২২ খ্রিঃ তারিখে ময়মনসিংহ জেলার এডিসি রেভিনিউ এর নেতৃত্বে ময়মনসিংহ সদর, ভালুকা ও ত্রিশাল উপজেলার ইউএনও, এ্যাসিল্যন্ড, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, এল.এ শাখার সার্ভেয়ারসহ অন্যান্য কর্মকর্তা কর্তৃক সাইট পরিদর্শনপূর্বক সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করা হয়েছে।
  • গত ২৮.০২.২০২৩ খ্রিঃ তারিখে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি বরাদ্দ কমিটির সভায় প্রকল্পের গাজীপুর অংশের ভূমির অধিগ্রহণ প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং ভূমির হালনাগাদ মালিকানা তথ্য সংগ্রহের কাজ (চ-ফরম পূরণ) সমাপ্ত হয়েছে।
  • গত ২৮.০৮.২০২৩ খ্রি তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর তত্ত্বাবধানে ধনুয়া হতে ময়মনসিংহ গ্যাস পাইপ লাইন নির্মাণ প্রকল্পের গাজীপুর অংশের যৌথ তদন্তের কাজ শুরু হয় এবং বর্তমানে তা শেষ পর্যায়ে রয়েছে।।
  •  গত ১৮.০৫.২০২৩  খ্রিঃ তারিখে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা ভূমি বরাদ্দ কমিটির সভায় প্রকল্পের গাজীপুর অংশের  ভূমি অধিগ্রহণ প্রস্তাব অনুমোদিত হয়।
  • গত ০৫.০৬.২০২৩ খ্রিঃ তারিখে প্রকল্পের গাজীপুর অংশের একর অধিগ্রহণতব্য ভূমির বিপরীতে এল.এ কেইস নম্বর ০৩/২০২২-২৩ জারি করা হয়েছে।
  • প্রকল্পের ভৌত অগ্রগতি ১৯% এবং আর্থিক অগ্রগতি ১১.১৩%।

০৪

জামালপুর  জেলার মাদারগঞ্জে  ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ অর্থায়নঃ LoC-III, আরপিসিএল ও জিওবি

উপজেলা- মাদারগঞ্জ

জেলা- জামালপুর

১০০ মেঃওঃ

প্রকল্প বাস্তবায়ন কাজের স্থির চিত্র দেখতে ক্লিক করুন

  • জামালপুর জেলার মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এর জন্য গত ৩০.০৫.২০২১ খ্রিঃ তারিখে প্রকল্পের ৩২৫.৬৫৩৬ একর ভূমির লীজ দলিল এবং রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
  • প্রকল্পের ডিপিপি গত ১০ অগাস্ট ২০২১ খ্রিঃ তারিখে একনেকে অনুমোদিত হয়েছে। প্রকল্পের মেয়াদকাল ০১ সেপ্টেম্বর ২০২১ থেকে ৩১ অগাস্ট ২০২৪।
  • গত ২২.০২.২০২৩ খ্রিঃ তারিখে Khokan Construction & Engineering Ltd এর সাথে প্রকল্পের পুনর্বাসন কাজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঠিকাদার কর্তৃক ভূমি উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। পুনর্বাসন বাড়িঘর নির্মাণ কাজ চলমান।
  • সৌর বিদ্যুৎ প্রকল্পের ইপিসি ঠিকাদার হিসেবে Amara Raja Infra Private Limited in JV with Premier Solar Powertech Private Limited (Amara Raja - Premier Solar JV) এর সাথে গত ১০.০৬.২০২৩ খ্রিঃ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঠিকাদার কর্তৃক ড্রয়িং-ডিজাইন এর কাজ চলমান রয়েছে। ঠিকাদার ভূমি উন্নয়ন ও বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে।
  • প্রকল্পের ১৩২ কেভি ট্রান্সমিশন লাইন নির্মাণ কাজের ইপিসি ঠিকাদার হিসেবে “JVCA XEEC-WPS” এর সাথে গত ১৫.০৬.২০২৩ খ্রি:  তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঠিকাদার কর্তৃক Topographic Survey, Soil Investigation সম্পন্ন হয়েছে এবং ড্রয়িং-ডিজাইন এর কাজ চলমান রয়েছে।
  • প্রকল্পের ভৌত অগ্রগতি ১৮.৮৯ % এবং আর্থিক অগ্রগতি ১০.১৪% ।

০৫

গজারিয়া ৬০০ মেঃওঃ কম্বাইড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র  প্রকল্প (ফেজ -১)

জেলাঃ

মুন্সিগঞ্জ. উপজেলাঃ গজারিয়া. ইউনিয়নঃ ইমামপুর.

মৌজাঃ ষোলআনী

ও দৌলতপুর।

৬০০

 

মেঃওঃ

  • গজারিয়া ৬০০ মেঃওঃ কম্বাইড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র  নির্মানের লক্ষ্যে ২৫২.৫৬ একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে।
  • অধিগ্রহণকৃত ২৫২.৫৬ একর Land Development, Embankment and Earth Protection এর  কাজ সম্পন্ন হয়েছে।
  • প্রকল্পের Feasibility Study এবং EIA Study সম্পন্ন হয়েছে।
  • বৈদেশিক অর্থায়নের জন্য পিডিপিপি বিদ্যুৎ বিভাগ থেকে ইআরডি-তে প্রেরণ করা হয়েছে।
  • গত ০৬ অগাস্ট ২০১৮ খ্রিঃ তারিখে পেট্রোবাংলা কর্তৃক শর্ত সাপেক্ষে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের সম্মতি প্রদান করা হয়েছে।
  • গত ২৮ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখে পিজিসিবি হতে ২৩০ কেভিতে পাওয়ার ইভাকুয়েশনের সম্মতি গ্রহণ করা হয়েছে।

০৬

গজারিয়া ৫০ মেঃওঃ সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট

জেলাঃ

মুন্সিগঞ্জ. উপজেলাঃ গজারিয়া. ইউনিয়নঃ ইমামপুর.

মৌজাঃ ষোলআনী।

  ৫০ মেঃওঃ

 

  • গজারিয়া ৫০ মেঃওঃ সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
  • গত ০৬ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে প্রকল্পের পিডিপিপি বিদ্যুৎ বিভাগে প্রেরণ করা হয়েছে।
  • পরামর্শক প্রতিষ্ঠান দ্বারা প্রকল্পের Detailed Feasibility Study, IEE, ESIA and  Route Survey, LAP ও RAP Study for 132 kV Transmission Line সম্পন্নের কাজ চলমান। উক্ত কাজসমূহ ফেব্রুয়ারী ২০২৪ মাসে সমাপ্ত হবে।

 

 

 

 

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon