Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুলাই ২০১৮

মুল্যবোধ

নিরাপত্তা:

নিরাপত্তা এমন একটি মহা-মূল্যবোধ যার উপর অন্য কোন ব্যবসায়িক উদ্দেশ্য অগ্রাধিকার পেতে পারে না।

যত্ন:

অংশীজনের-আমাদের পরিবেশ, ভোক্তা এবং মালিকানার অংশীদার-বিদ্যমান এবং সম্ভাব্য, আমাদের জনগোষ্ঠি ও জনগন (আমাদের কর্মচারী ও অংশীদার) সকলের প্রতি আমরা যত্নবান।

সম্মান:

সকল অংশীজনের সাথে সম্মান ও মর্যাদাপূর্ণ আচরণ করা।

নৈতিকতা:

সততা ও পারস্পরিক আস্থা অর্জনের মাধ্যমে নৈতিকতার সর্বোচ্চ প্রশংসিত মান অর্জন।

অধ্যবসায়:

সম্যক অবহিত হয়ে সবকিছু (লক্ষ্য স্থিরকরণ, কর্ম-নির্ধারণ, বিশ্লেষন, পর্যালোচনা, পরিকল্পনা এবং ঝুঁকি প্রশমন ইত্যাদি) করা, যা সকল ক্ষেত্রে বিশেষতঃ পরিচালন, বাস্তবায়ন এবং প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে মান ও শ্রেষ্ঠত্ব বজায় রাখে।